মাইকেল মধুসূদন দত্ত
-------------------------------
--------শিব পদ রায়
মাইকেল মধুসূদন দত্ত,
অমিত্রাক্ষর ছন্দে অভিসিক্ত।
বাংলার বিষ্ময়কর প্রতিভা,
ছড়ান সর্বস্তরে রক্তিম আভা।
কপোতাক্ষ নদের তীরে কর্ম,
সাগর দাঁড়ি গ্রামে তব জন্ম।
জমিদার বংশীয় তুমি কবি,
দত্তকুলোদ্ভব শ্রীবৃদ্ধি রবি।
হে নদ তুমি পড় মোর মনে,
দুগ্ধস্রোতের মাতৃভূমি স্তনে।
অমিয় বানী লিখে মহিয়ান,
জগতে রেখে গেলেন সম্মান।
পঁচিশ জানুয়ারি জন্মদিন,
হচ্ছে মধুমেলা লীলাকীর্তন।
কেশবপুরের ঐতিহ্য স্থান,
সবার হোক শুভ্র আগমন।
তাং- ২৪/০১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।