মাইকেল মধুসূদন দত্ত
--------------------------------
-------শিব পদ রায়
মাইকেল মধুসূদন দত্ত
শ্রদ্ধার্ঘ অবিরত,
বিস্ময়কর প্রতিভা সতত
লভিলে অমরত্ব।
বিশ্ববাসী তোমায় ভালবেসে
করেছে আলিঙ্গন,
তব তুলনা তুমি মধুকবি
বাংলার আমরণ।
কপোতাক্ষ নদ অমিয় স্মৃতি
তোমার আবিষ্কার,
সনেট কাব্যিক ছন্দে রচিত
বিবিধ রূপকার।
হে নদ তুমি দুগ্ধ স্রোতরূপি
মিটাও মাতৃস্নেহ,
মহাকবির স্বীয় জন্মভূমি
চিরকাল প্রবাহ।
তাং-২৭/০১/২৫ ইং