মহানামৃত আস্বাদন
------------------------
------শিব পদ রায়
মহানামামৃত আস্বাদনে প্রাপ্তি হয়,
ভগবান কৃষ্ণের কৃপা পাওয়া যায়।
যজ্ঞের আগেই ভাগবত আলোচনা,
কৃষ্ণ কথা শ্রবণে জাগে পূন্য ভাবনা।
কহ কৃষ্ণ লহ কৃষ্ণ জপ কৃষ্ণ নাম,
এই নামে পাপ হরে পুরে মনষ্কাম।
কায়মনোবাক্যে ডাকলে পাবেই তারে,
নামসুধা আস্বাদনে মন যায় ভরে।
মহানামামৃতে পাওয়া যায় অমৃত,  
রাধাকৃষ্ণ নিত্যলীলা মধুমাখা ঘৃত।        
ষোল নাম বত্রিশ অক্ষর জপ করি,
যত পাপ নাশিবে সান্নিধ্য পাব তাঁরি।
কলিকালে ভগবান বিনে নাই গতি,
জীবন চলার পথে থাকে ভক্তি প্রীতি।
হে গোবিন্দ তব চরণ মোর কামনা,
বাকি সময়টুকু যেন পাই সে চেতনা।
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।