মহানাম
------------------------------------
----------শিব পদ রায়
মহানামামৃত আস্বাদনে মহাপ্রাপ্তি,
একনিষ্ঠ মনে শ্রবণে আসবে ভক্তি।
সন্নিকটে বসে শুনতে পাওয়া যায়,
আন্তরিকতা দিয়ে তা উপলব্ধি হয়।
ষোল নাম বত্রিশ অক্ষরে লুকায়িত,
স্বয়ং ঈশ্বরের স্বত্ত্বা আছে সুরক্ষিত।
অনন্ত মহিমা সতত বিরাজমান,
সাত্ত্বিক ভক্ত যারা খুঁজে পায় প্রমাণ।
আলিঙ্গনে আনে সদা সৌহার্দ্য সম্প্রীতি,
আত্মার অভেদ মিলনেই জাগ্রত শক্তি।
ভক্তের ঐ পদধূলি মেখে কোলাকুলি,
বদনে স্মরিও শ্রীহরি দুহাত তুলি।
যেদিন আসবে ক্ষণ ডেকে লবে হরি,
সেদিন পার করো ঠাকুর ভব তরী।
হে দীনবন্ধু সবার আশির্বাদ কামনা,
নাম সুধাপানে মুক্তি দিও সে ভাবনা।
তাং-০৮/০৩/২৫ ইং