মহামন্ত্রধ্বনি
---------------------------------------
-------শিব পদ রায়
মহামন্ত্রধ্বনি হলো পারের সম্বল,
সময় থাকতে জপ করো অবিচল।
মুক্তিপথ ষোল নাম বত্রিশ অক্ষর,
অহরহ স্মরণ করো পরমেশ্বর।
যখন তোমার কেউ থাকবে না সাথে,
তখন রবে দীনের মালিক নি:স্বার্থে।
অসীমের গুণগান হৃদয়ের টান,
যেন এক অনবদ্য সৃষ্টি আকর্ষণ।
আন্তরিক ইচ্ছা থাকলে তৈরি বন্ধন,
অভ্যাসের বশেই যোগসূত্র স্থাপন।
মহানামের অমৃত রস আস্বাদনে,
করুণা বর্ষে স্রষ্টায় অশ্রু নিবেদনে।
ঘন মহানাম উচ্চারণে পাপ খন্ডে,
জীবের হয় কল্যাণ মুক্তি স্বাচ্ছন্দ্যে।
মহাপ্রভূর তারকব্রহ্ম মহানাম,
কলিহত জীবের পরিত্রাণের নাম।
তাং-১৩/০৪/২৫