মহালয়া
--------------------------------
-------শিব পদ রায়
প্রত্যুষে শুভ মহালয়ার শুভারম্ভ,
আমাদের মনে জেগে ওঠে সব গর্ব।
দেবী দুর্গার আগমণী বার্তা ভেসে আসে,
আমরা হারিয়ে যাই অনবদ্য আবেশে।
পবিত্র চন্ডীমন্ত্রে ভরিয়ে তোলে প্রাণ,
এক শিহরণ জাগায় হৃদয় করে ম্লান।
দুর্গতিনাশিনী দুর্গা অস্ত্রে সুসজ্জিত,
অসুর নিধনে পরিকল্পনা চুড়ান্ত।
দেবীর অকাল বোধন হবে সুসম্পন্ন,
রামচন্দ্র হলেন মায়ের কৃপাধন্য।
রাবনকে বধ করেন রামলক্ষ্মণ,
সাহায্য করেন ঘরশত্রু বিভীষণ।
সেই মহামায়ের পূজায় মোরা মিলি,
অনেক আকাঙ্খা কামনার ইচ্ছা বলি।
বীর দর্পে যুদ্ধে পরাস্থ হয় অসুর,
মায়ের মহাসুধা বানী হচ্ছে প্রচার।
তাং- ০২/১০/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।