মহাকবি
---------------------------------
--------শিব পদ রায়
তুমি মহাকবি মাইকেল
সাগরদাঁড়ি জন্ম,
যশোরের কেশবপুরের
তোমার কৃতিকর্ম।

চতুর্দশপদী কবিতার
তুমিই রচয়িতা,
মেঘনাদ বধ মহাকাব্য
দূর্জয় স্বার্থকতা।

অবিস্মরণীয় স্মৃতিকর্ম
আজন্ম মনে রবে,
বিশ্বের বুকে বাঙালি জাতি
উচ্চশিরে বাঁচবে।

পিতা তব রাজনারায়ণ
মাতা জাহ্নবী দেবী,
ছিলে তুমি জমিদার বংশ
ঐশ্বর্য ছিল সবি।

কপোতাক্ষ নদ মহাসৃষ্টি
দুগ্ধের স্রোতরূপি,
অমৃতের স্বাদ লভিয়াছে
মাতৃস্তন স্বরূপি।

    তাং- ৩১/০৫/২৪ ইং
  শিরোমণি, খুলনা।