মধুর বৃন্দাবন
-----------------------------------
-------শিব পদ রায়
ঐ শোনা যায় বৃন্দাবনে বাঁশির সুর,
কালার বাঁশির সুরে নাচে যে ময়ূর।
এখনো সেই গাভীগুলি একত্রে মিলি,
গোচারণে ঘুরে ঘুরে চরায় যে ধূলি।
সখাসনে কোলাকুলি রাখাল রাজার,
অবিরাম প্রেম ধারা বর্ষে চারিদ্বার।
আবারও সেই নীল যমুনায় যায়,
জল আনিবার তরে শুধু ললনায়।
স্বয়ং কৃষ্ণ আসে প্রতিক্ষার ছলনায়,
কদম্বতলে ঐ মহামিলন মেলায়।
কৃষ্ণ প্রেমে উদ্ভাসিত শ্রী রাধারাণী,
মধুর মিলনে বাঁশির সুরে পাগলিনী।
অষ্ট সখীর শিরোমনি নতুন সাজে,
বৃন্দাবনে নিবেদিত প্রভূর সব কাজে।
গিরিধারি সেবায় সর্বদা সখীগনে,
পদধূলির আশে গোবিন্দের চরণে।
তাং- ১৫/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।