মধুমাস
--------------------------
--------শিব পদ রায়
জ্যৈষ্ঠ মাস মধুমাস,
ফলের ভাণ্ডার,
আম পাকে জাম পাকে
আনন্দ সবার।
ফল খেয়ে পরিতৃপ্ত
ভরে যায় আত্মা,
সুস্বাদু ফল আহার
সুআতিথেয়তা।
সুমিষ্ট কাঁঠাল পাকে
চাহিদা মেটায়,
দেশের জাতীয় ফল
হৃদয় জুড়ায়।
লিচু খেয়ে মন ভরে
পাই শুধু তৃপ্তি,
জামরুল পেয়ারায়
ভিটামিন প্রাপ্তি।
সবেদা আঙ্গুর ফল
আরো তরমুজ,
পুষ্টি গুণে ভরপুর
গরমে আমেজ।
রয়েছে খেঁজুর তাল
করি আস্বাদন,
তালের রস ভক্ষণ
ভরে যায় মন।
পেঁপে কলা আনারস
খুব ভালো ফল,
বহুগুন বর্তমান
উত্তম ফসল।
জ্যৈষ্ঠের অশেষ গুণ
শ্রেষ্ঠ ফল আম,
জামাই ষষ্ঠী করতে
নয়নাভিরাম।
তাং- ১৮/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।