মাছি
----------------------------
-------শিব পদ রায়
সাবধান মাছি যে ভয়ঙ্কর
হঠাৎ ভাতের পরে,
যেখান সেখানেই বসে দেখি
জীবানু আনে ঘরে।

যত নোংরা জিনিস আছে পড়ে
স্বযত্নে গিয়ে বসে,
রোগ বালাই সব গাঁয়ে মেখে
খাবারে চলে আসে।

খাদ্য খেলে কলেরা ডায়রিয়া
আদৌ ভুল হবে না,
মাছির মতো মারাত্মক প্রাণী
বিপদ সম্ভাবনা।

তাই খাদ্যদ্রব্য ঢেকে রাখতে
করিও নাকো ভুল,
সময় মত সচেতন হলে
কভূ নয় মাশুল।

তাং- ১৯/১২/২৪ ইং