মা সরস্বতী
-----------------------------------
--------শিব পদ রায়
মা সরস্বতী বিদ্যা প্রদায়িনী
বিদ্যা করো প্রদান,
অন্তরে ভাবনা করি সাধনা
পূরাবে আকিঞ্চন।

সারা বছর ধরে শিক্ষার্থীরা
কেবল উপাসনা,
মায়ের কাছে চাওয়া পাওয়া
সফল পড়াশোনা।

মাগো তুমি কৃপা করো মোদের
জানাই নিবেদন,
মোরা যেন মানুষ হতে পারি
পাই রাঙা চরণ।

ছাত্রদের তপস্যা পড়ালেখা
তোমারই সান্নিধ্য,
পূষ্পার্ঘ্যে বরণ করি তোমায়
হইগো তব বাধ্য।

   তাং-০৩/০২/২৫ ইং