মা দশভূজা
--------------------------------
--------শিব পদ রায়
এসো দুর্গতিনাশিনী দশভূজারূপে,
কৈলাশ থেকে পদার্পণে মাগো স্বরূপে।
তোমার দশটি অসি আছে দশ হাতে,
অসুর বিনাশে মানবের মুক্তি দিতে।

তব আগমনে মর্ত্যবাসী পরিতুষ্ট,
অশুভ নাশ করে তুমি হও সন্তুষ্ট।
এক বছর পরে এলে মা আছি চেয়ে,
রাঙা চরণ চুমি মাগো রবে হৃদয়ে।

তুমি হলে করুণাময়ী সব সৃষ্টিতে,
আমরা তব স্তবস্তুতি ধরি কন্ঠেতে।
তুমি রক্ষা করো মানবকুল গৌরবে,
অত্যাচার অনাচার সাঙ্গ হবে তবে।

ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে বরণ করি,
ভক্তের আশা পূর্ণ করো স্মরিতে পারি।
পাঁচ দিন আনন্দ শেষে যাবে কৈলাশে,
সবাইকে কাঁদিয়ে যাও তাই নি:শেষে।

    তাং- ০১/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।