মা
--------------------
------শিব পদ রায়
মায়ের মত আপন আর কেহ নাই
যেদিক তাকাই তোমায় দেখতে পাই,
তোমার আদর স্নেহ ভালবাসা চাই
যার তুলনা পৃথিবীর কোথাও নাই।
ক্ষুধা লাগলে মা সর্ব আগে টের পান
সন্তান খাওয়াতে মা খুব ব্যস্ত হন,
দূরে গেলে মায়েরই চিন্তা সারাক্ষণ
আমরা না খেলে খাবেন না ততক্ষণ।
যেদিন থেকে ভূমিষ্ট হই এ ধরাতে
তোমার দুগ্ধ পানেই ক্রমে বড় হই,
এই ঋণতো শোধ হবে না কোন মতে
যাদের আহবানে দুনিয়া দেখা পাই।
এ হেন মাতাপিতাকে যে কষ্ট দেয়
ত্রিভুবনে সুখ হবে না তার কপালে,
ভোগের জন্য প্রস্তুত থাকো মিথ্যা নয়
যেমন কর্ম করবে প্রাপ্তিতেই ফলে।
দশ মাস দশ দিন গর্ভ ধারণেতে
মা দেখালেন জগতের অনিন্দ মুখ,
লালন ধারণ পালন ত্রি কর্মশ্রেষ্ঠা
তাঁকে সুখে রেখেই জীবনে সর্বসুখ।
তাং- ০৬/১২/২৩ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।