লক্ষ্মীপূজা
---------------------------------
--------শিব পদ রায়
প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীগণা,
গোবর জলে স্থান শুদ্ধে পিটুলী আল্পনা।
ধূপ,ধূনা,প্রদীপ জ্বালানো ঘটেজল,
আম্রশাখাসহ সশীষ ডাব কুশল।

সিঁদূর,চন্দন, ঘট নিম্নে অল্প মাটি,
ধান্যদূর্বা, গুয়াপান ফলে নৈবেদ্যটি।
মিষ্টি শুদ্ধ সূতিকাপড়ে উত্তর মুখী,
নমো বিষ্ণু মন্ত্র উচ্চারণে শুরু দেখি।

তিন বার জলছিটা নমো অপবিত্র :,
মন্ত্র পাঠে যব হরীতকী হাতে জল।
স্থাপতি ঘটে এতে গন্ধপুষ্পে নম:মন্ত্রে,
ধ্যান সহ লক্ষ্মীপাচালী পাঠ্যে করোসূত্রে।

ধ্যান অন্তে শ্রীং মন্ত্র দশবার জপিবে,
পাঁচালী অনুযায়ী বহু মন্ত্র পড়িবে।
পূজা অন্তে সধবা স্ত্রী দিবে উলুধ্বনি,
পরষ্পর সিঁদূর দানে প্রনাম জানি।

দুয়ারে জুতা রাখলে মা লক্ষ্মী ঢুকে না,
মায়ের পূজা করলে অর্থ সম্ভাবনা।
মনোযোগী হয়ে  নিয়মে পূজা করলে,
ধন সম্পদ অধিকারী  সুখ কপালে।
           তাং- ১৯/০৪/২৪ ইং
   শিরোমণি, ডুমুরিয়া, খুলনা।