লোভ
---------------------------
-------শিব পদ রায়
লোভ হচ্ছে ভয়ানক খারাপ অভ্যাস,
একে নিয়ন্ত্রণ করতে রাখো বিশ্বাস।
সর্বদা আয়ত্বে যদি না রাখতে পারো,
মৃত্যুর দ্বারে যাওয়াটা সহজতর।
পরের দ্রব্য আত্মসাতে প্রবৃত্তি জন্মে,
কাম্য বস্তু পেতে প্রবল ইচ্ছা চরমে।
ভাল মন্দ জিনিস সামনে রাখলে,
লোলুপ বাসনা আপনি ওঠে উথলে।
খাদ্য সুস্বাদু করে গ্রহণ ক্ষতিকর,
অল্পতেলে আধসিদ্ধ ঢের পুষ্টিকর।
লিপ্সু জিহবা পেতে চায় টেস্টি খাবার,
কেনা ফাস্টফুড পাণীয় যমদুয়ার।
অল্পে তুষ্ট নয় পেতে চায় অধিকতর,
পরনিন্দা পরশ্রীকাতর পরিহার।
নিজের সমালোচনা অপরের নয়,
তাতে লোভ সংবরন খাঁটি পরিচয়।
তাং- ০৭/০৪/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।