লোভে পাপ
---------------------------
-------শিব পদ রায়
লোভ করাটা খারাপ অভ্যাস
লোকসানই হয়,
লোভে পাপ পাপে হয়গো মৃত্যু
কেবল দৃশ্য হয়।

লোভনে কারো ফল ভালো নয়
সর্বজনে বিদিত,
তথাপি মানুষ ভুলই করে
মাশুলেই উদ্যত।

অতি লোভে তাতি নষ্ট শুনেছি
কথা বাস্তব বটে,
প্রলোভনের স্বীকার হয়েছে
ছন্ন ছাড়ে ললাটে।

তাই লাভ ছেড়ে সঠিক পথে
করবে বিচরণ,
অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে
ভগবানে অর্পণ।
  তাং- ৩০/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।