লেখাপড়া শিখে
----------------------
------শিব পদ রায়
লেখাপড়া শিখেতো অনেক বড় হবে,
আদর্শ মানুষ হয়েই গড়ে উঠবে।
নীতি নৈতিকতা নিয়ে এগিয়ে আসবে,
স্বদেশের তরে নিজেকে বিলিয়ে দেবে।

ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে সেবা করো,
সুশাসন নিশ্চিতে নিজেকে মেলে ধরো।
শিক্ষা গুরু হয়ে গড়বে ছাত্র সমাজ,
শিক্ষার আলো পাবে জাতি নৈতিক কাজ।

শিক্ষার্থী ভবিষ্যৎ প্রজন্ম থেকে প্রজন্মে,
আঁধার দূর করে দেখাবে স্বীয়কর্মে।
উচ্চডিগ্রী নিয়ে তারা করবে বিশ্বজয়,
এরাই ভবিষ্যতের কর্ণধর শ্রেষ্ঠ আশ্রয়।

ফের উঠবে নব সূর্য এ আঙিনায়,
ধরণী হবে যে আলোকিত সুশিক্ষায়।
তাই আহবান জানাই সব সন্তানে,
পড়াশোনায় রাঙিয়ে তোল ভুবনে।

     তাং-২১/০৭/২৪ ইং