লেখাপড়া
---------------------------------
-----------শিব পদ রায়
মন দিয়ে পড় সবে,
মানুষ হতেই হবে।
বাবা মার যত আশা
পূরণ করতে হবে।
প্রতিজ্ঞা করা উচিত
নিয়মিত লেখাপড়া,
সময়ের মূল্যায়ণে
কর্তব্যে থাকবে তাড়া।
অভিভাবক শিক্ষক
ছাত্র সনে যোগাযোগ,
সর্বদা খোঁজ খবরে
ঘটবে মন সংযোগ।
কষ্ট করে অভিলক্ষ্যে
পৌঁছাতে তোমাকে হবে,
আলোকিত হবে তুমি
মর্যাদা নিয়ে বাঁচবে।
তাং- ২০/০৩/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।