লড়াই
-------------------------------
-------শিব পদ রায়
জীবনটা সংগামের মধ্যে অতিবাহিত,
লড়াই করে বাঁচা হবে অবধারিত।
প্রতি মূহুর্তে চ্যালেঞ্জ আশু সম্মুখীন,
মোকাবেলা যতই আসে বেদনার বীণ।
জন্ম বড় কষ্টের মনে সুখ হলো না,
হাসি খুশি তবু যেন বিভেদ বেদনা।
কালের চক্রে সব হচ্ছে গর্ভে বিলীন,
সমসাময়িক এলোমেলো সীমাহীন।
সম্মানের হানি দেখি সদা বারংবার,
পরিশ্রমী মানুষের দু:খ দুরাচার।
অশান্তির বাতাবরণ আছে চারিধারে,
কোনখানে স্বস্তি নাই বিশ্ব চরাচরে।
মত পার্থক্য লেগে আছে সব সংসারে,
মিলমিশ অপ্রতুল দেখে কুনজরে।
উপরে সবাই ভালো তলে জলসার,
ঘটনা আজীবন জগতের কারবার।
তাং- ৩০/১২/২৪ ইং