কৃষ্ণকথা আস্বাদন
------------------------------------
--------শিব পদ রায়
মনটা ডুবাও কৃষ্ণ কথা আস্বাদনে,
দু:খ কষ্ট লাঘব হবে লীলাকীর্তনে।
তাঁর নামে নিবেদন প্রত্যহ নৈবেদ্য,
পুষ্প ধূপদ্বীপ চন্দন তুলসী বাদ্য।

কপালে তীলক অন্তরে করি প্রার্থনা,
প্রবালা ভক্তিতে করি নিত্য আরাধনা।
ঐশ্বর্য যশ বীর্য শ্রী বৈরাগ্য ও জ্ঞান,
তিনি মোদের আরাধ্য স্বয়ং ভগবান।

নিত্যপূজায় ভজনা করি সবে মিলে,
গৌরহরি নামে মাতি রাধাকৃষ্ণ বলে।
হরির বিশ্বরূপ দর্শনই বিস্ময়,
পাপী যায় রসাতলে তাঁরই কৃপায়।

বৃন্দাবনের লীলা রাধাসনে মিলন,
বাঁশীর সুরে মেতেছে যত সখীগন।
মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ,
চেদিরাজ শিশুপাল অহংকারে পতন।

ষোলনাম বত্রিশ অক্ষরে মালা জপো,
শুদ্ধ চিত্ত মনে সদা রাধাকৃষ্ণ তপো।
কলির জীব উদ্ধার নাম সুধাপানে,
সাধুসঙ্গে গীতামৃত রাখো আহরনে।
    
      তাং- ২৬/০৬/২৪ ইং
        শিরোমণি, খুলনা।