কৃষ্ণকথা
----------------------
----শিব পদ রায়
সর্বদা কৃষ্ণ কথায় মন ডুবে থাকে,              
কৃষ্ণ নামে মাতোয়ারা তার নাম ভক্তি।
যার থাকে না কেহ তার থাকে ভগবান,
দু ফোটা নয়ন জলে ভিজিয়ে ঐ চরণ।
শুদ্ধ ভক্ত  দরকার ভাগবত প্রেমে,
গোবিন্দ চরণামৃত লভিবেঐ নামে।
মাতৃপিতৃ সন্তুষ্টি এ কালে প্রয়োজন,
যেথায় হয়গো রাধা মাধব ভজন।
সত্য পথে সৎসঙ্গে আচরণ করলে,
সবই ভালো হবে শাস্ত্র মেনে চললে।
দুটি হাত দিয়েছেন ঠাকুর সেবাতে,
দুই কর্ণ দিলেন কৃষ্ণ কথা শুনতে।
পদযুগল দিলেন তীর্থ ঘুরে দেখতে,
সব কর্ম করতে হবে মনের ফুর্তিতে।