কোণঠাসা
------------------------------------
--------শিব পদ রায়
কাউকে কোণঠাসা করা সঠিক নয়,
দোষে গুণে মানুষ নাও বিবেচনায়।
অহেতুক দমিয়ে রেখো না মিথ্যাভাবে,
ঈশ্বর বিচারের কাঠগড়ায় নেবে।
আশু দৃষ্টিতে অন্যায় ভাবে জেতা যায়,
কর্মফলে নাহি ক্ষমা জানিবে নিশ্চয়।
পরিকল্পিত ভাবে ফেলে বেকায়দায়,
নিজের ভুল পড়ে না চোখে অছিলায়।
মানুষ হয়ে মানুষকে কাঁদায় যারা,
পক্ষান্তরে নিজের পায়ে কুড়াল মারা।
অপরের পাকা ধানেতে মই দেওয়া,
পরশ্রীকাতরে যেন সহ্য না হওয়া।
শিক্ষিত অশিক্ষিত বলে কথা নয়,
কদাচিৎ শিক্ষা ঢোকে নাতো ভিতরটায়।
চাটুকারিতা ছেড়ে এসো সত্যের পথে,
পরোপকারে জীবন বিলাও নি:স্বার্থে।
তাং-০৬/০৩/২৫ ইং