কিসের এত বড়াই
-----------------------------------
-------শিব পদ রায়
তোমার কিসের এত বড়াই
টাইটেল উপাধি,
নাকি তোমার অনিন্দ্য চেহারা
গরব নিরবধি।
নাদুস নুদুস তব শরীর
এ দেহ পচা দেহ,
মরলে হবে মাটিতে বিলীন
সাথে যাবে না কেহ।
নামী দামী বাড়ি গাড়ি সম্পদ
আছে ধন দৌলত,
চোখ বুঝলে যাবে নাতো সংগে
মিছেই মহব্বত।
হীরে জহরত মণি মানিক্য
জগতে শান্তি যত,
গরীব দুখীর দেখিও দয়া
তবেই সুখ প্রাপ্ত।
তাং- ১৯/০৭/২৪ ইং