কি সুখ পেলাম
-------------------------------------
--------শিব পদ রায়
জীবনটা বড় দুর্বিষহ বেদনার,
কোথাও শান্তি নেই এ মনে বোঝাবার।
যেদিকে তাকাই শুধু শূন্য হাহাকার,
কে দিবে স্বস্থি সান্ত্বনা শুধু একবার।
মনের সুখ বড় তার উপরে নাই,
টেনশান থেকে মুক্ত থাকা সবে চাই।
বেশি বেশি আশা করা আদৌ ঠিক নয়,
অল্পে তুষ্ট থাকাটা আসল পরিচয়।
যা চাইবেন তা কিন্তু পাবার নয়তো,
যেটুকু পেয়েছেন প্রাপ্তি ছিল হয়তো।
ভাগ্যবিধাতা কপালে যেটা লিখেছেন,
ততটা মনে হয় পেয়ে যেতে পারেন।
জীবনে অনেক স্বপ্ন হিসাব নিকাশে,
কারোর পূরণ কারো থাকে অবশেষে।
অনেকের সুখের সংসারে আসে ঝড়,
দু:খে জীবন গড়া তার দু:খ কিসের?
তাং-১২/০৩/২৫ ইং