কি দিয়ে পূজিব ভগবান
-------------------------------------
--------শিব পদ রায়
কি দিয়ে পূজিব ভগবান
     তোমায় আমি ভাবি,
কি দিয়ে করিব আহবান
      অন্তরে রাখি ছবি।

জানি না তোমার কোন স্তুতি
         বুঝি না প্রেম ভক্তি,
কি করলে যে হবো আসক্তি
           কেমনে পাই প্রীতি।

জীবকে সেবা করলে তবে
            ঈশ্বর সেবা ভবে,
দু'বাহু তুলে জাগাবে সবে
            কৃষ্ণনাম করবে।

আছে কি মোর দেব তোমায়
               শ্রদ্ধা ভালবাসায়,
মন দিয়েই ডাকতে হয়
                 দাসানুদাস তায়।
  তাং- ০৬/০২/২৪ ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।