খেলনা
-----------------------------
---------শিব পদ রায়
খেলনা একটি চিত্তাকর্ষক জিনিস,
যা শিশুকে করে গভীর মনোনিবেশ।
যেটি পেলে শিশু সব কিছু যায় ভুলে,
রাগ দ্বেষ ক্রোধ অহংকার যাবে চলে।
শিশুর পছন্দের এই প্রিয় আল্পনা,
মনের খোরাক মিটিয়ে পায় সান্ত্বনা।
পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কেটে যায় দিন,
নিত্যানন্দে হয়ে যায় সব সমাধান।
খেলার সামগ্রী বিভিন্ন রংবেরঙের,
বাজারে অনুষ্ঠানে দেখি ভারী মজার।
মন উতলা কিনতে চায় বারবার,
শিশুদের হৃদয় কাড়ে হৈ হৈ ব্যাপার।
খেলনা এখন যান্ত্রিক অবাক করে,
মানুষের কাজ তাই রোবটেই পারে।
পৃথিবী অত্যাধুনিক বিভিন্ন আঙ্গিকে,
বিশ্বজগত দেখবো আমি দিকে দিকে।
তাং- ২৩/০৩/২৪ ইং
শিরোমণি, খুলনা।