খেলাধূলা ও সাংস্কৃতিক উৎসব
-----------------------------------------
-------শিব পদ রায়
খেলাধুলা শিশুর মনোবল বাড়ায়,
মনের স্বাচ্ছন্দ্যে গতি ত্বরান্বিত হয়।
পড়ায় মন বসে পেশী সবল হয়,
রোগ থেকে মুক্তি মেলে রক্ত শুদ্ধতায়।
একদিন নামীদামী খেলোয়াড় হবে,
মন দিয়ে খেলাটাকে বেছে নিবে তবে।
চর্চা ও অনুশীলন করো বারে বারে,
পৌঁছে যাবে তুমি তব ইচ্ছাটার দ্বারে।
আবার সাংস্কৃতিক পর্বে ইচ্ছাপূরণ,
যদি করবে সাধন মনের মতন।
স্বরলিপি চর্চা নিত্য অভ্যাসে গায়ক,
গুরু আশীষ সংগে রেখ হবে নায়ক।
দৈহিক ও মানসিক পরিবর্তন বটে,
নামকরা শিল্পী হবেতো বিশ্বের তটে।
খেলোয়াড় ও শিল্পী পূরক পরস্পর,
সোনার শিশুরা গড়বে পাবে অধিকার।
তাং- ১১/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।