খেজুর ভাঙা
----------------------------------
-----------শিব পদ রায় প
শিবের গাজনে দৃশ্যত খেজুর ভাঙা,
যা দেখতে সবার হৃদয় হয় চাঙা।
সন্ন্যাসীরা বহু কামনা বাসনা করে,
গাজনেতে শিবের স্তুতি বন্দনা স্মরে।
গাছের গোড়ায় সবে আলিঙ্গন করে,
পরে একে একে গাছে উঠে আগা চরে।
কাঁটা উপেক্ষা করে তবে খেজুর পাড়ে,
সে গুলো সকল ভক্তের মাঝে ছোড়ে।
ভাবগাম্ভীর্যে বাবা ভোলানাথ স্মরণে,
সবাই সংগ্রহ করে ভক্তি যুক্ত মনে।
উপোস থেকে করে পূজা বিধিনিয়মে,
চড়কপূজা সম্পন্ন ভোলে বাবা নামে।
খেজুর ভাঙা দেখতে আসে নরনারী,
আনন্দ উপভোগ করে সবে তাকে স্মরি।
গ্রাম বাংলার ঐতিহ্য হৃদয়ে রাখি ধরি,
ভক্ত শান্ত বাবার মাথায় জল ভরি।
তাং- ১২/০৪/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।