কাতরে পাথর
-------------------------------
---------শিব পদ রায়
কাতরে পাথর কাটে
এ যে কেমন কথা,
কার্য হাসিল করতে
জানাবো নম্র বারতা।
সুকৌশলে অগ্রসর
অসীম ধৈর্য্য ধারণ,
একে একে লক্ষ্যে যেতে
হবে আশা সম্পূরন।
যে কোন কাজ উদ্ধারে
বারবার রবে চেষ্টা,
ধৈর্য্যচ্যুতি ঘটে যার
পায় না সে সফলতা।
ভয় পেলে কাজ নয়
উল্টো হবে সে কল্পনা,
আশাতেই গুঁড়ে বালি
থেমে যাবে যে ভাবনা।
সবিনয়ে সমাধান
আশায় থাকো সাধ্যে,
ভদ্রতা শালিনতায়
কার্য উদ্ধার অবাধে।
তাং- ২৯/০৩/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।