করতে করতে শেখা
-------------------------------------
--------শিব পদ রায়
গাইতে গাইতে হয় গায়ক,
পাঠে পাঠে হবে জানি পাঠক।
অভিনয় করে করে নায়ক,
সইতে সইতে তো সহায়ক।

প্রাকটিস করে করে ডাক্তার,
আইন কষতেই ব্যারিস্টার।
ছাত্র চর্চা করে হয় শিক্ষক,
খেতে খেতে হয় মানি ভক্ষক।

চুরি করে করেই তবে চোর,
ঘুম পড়ে পড়ে দেখবে ঘোর।
ভাল বেসে বেসে হয়তো প্রেম,
কর্ম করলেই ছড়ায় নেম।

খেলে খেলে তাই খেলোয়াড়,
বেচে কিনে হয় দোকানদার।
সংসার করেইতো সংসারী,
মেরে মেরেই শেখে মারামারি।

বখতে বখতে দেখি বখাটে,
চুষতে চুষতে কেবল চাটে।
প্লান করে হয় ইঞ্জিনিয়ার,
স্বর্ণ নেড়েচেড়েই স্বর্ণকার।

নেতৃত্ব দিতে দিতে হবে নেতা,
দান দক্ষিণা দিতে হচ্ছে দাতা।
সহ্য করে করে সহনশীল,
কৃষ্ণ নামে আনন্দ অনাবিল।

       তাং- ০৩/০৮/২০২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।