কর্মদিবস
-----------------------------------------
--------শিব পদ রায়
শেষ জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়,
কর্মদিবস সাঙ্গ হলো বাস্তবতায়।
মনোকষ্টের কারণ যদি হয়ে থাকি,
ভুলে যাবেন সকল ব্যথা মাখামাখি।

সবার হৃদে বেঁচে থাকি এমন নয়,
পরশ যেন পেতে পারি সে কামনায়।
আর আসবো না ফিরে সেই বিদ্যালয়,
যেখানে কেটেছে জীবন শিক্ষকতায়।

নালিশ দিয়ে শুরু নালিশ দিয়ে শেষ,
রইলো না কোন কিছু আর অবশেষ।
আর কেউ করবে না মোরে জ্বালাতন,
সকলে সুখে থাকুক কাম্য সর্বক্ষণ।

সহকর্মীগন সর্বদা ক্রন্দনে রত,
চোখের জলে ভাসলাম অনবরত।
কি দিয়ে যে বুঝাই আকস্মিক ভাবনা,
শিক্ষার্থীরা কেবলই করে যাচ্ছে কান্না।

শিক্ষার্থী মানুষের মত হোক মানুষ,
দেশের সেবা করবে নিয়ে জ্ঞান হুশ।
অভিভাবকের ইচ্ছা পরিপূর্ণ  করো,
তোমরা মানবতার হাল কষে ধরো।

   তাং-৩০/০১/