কর্মক্রিয়া
------------------------
-------শিব পদ রায়
জগতে ভালো কিছু আশা করতে চাও,
সকল কর্ম সঠিক ভাবে করে যাও।
কর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম জানিবে নিশ্চয়,
সুকর্মে সুখ্যাতি অর্জন মানবতায়।
কাজ করে কেউ হয়নি দেউলিয়া,
বরং হয়েছে মহান সকলের প্রিয়া।
সুকৃতি প্রকৃত শ্রম যায় না বিফলে,
স্মরণীয় হয়েছেন সুকর্মের ফলে।
পাহাড় গাত্রে মাকড়সার জাল বোনা,
যত ভাঙে রেকর্ড সম গড়ে সাধনা।
রবার্ট ব্রুসের চরম অনুশীলন,
শত্রুর মোকাবিলায় রাজ্য ফিরে পান।
কাজের প্রতি একাগ্রতা লক্ষ্যপূরণ,
প্রচেষ্টা থাকলে অভিলক্ষ্যে পৌঁছে যান।
কর্ম করো নিরবচ্ছিন্ন পতাকাতলে,
স্বার্থক হবেই সকল আশা কৌশলে।
তাং- ০৩/০৩/২৪ ইং
খুলনা।