কর্ম
-----------------------
--------শিব পদ রায়
কর্মই ধর্ম        বুঝবে মর্ম
       ঝরালে প্রকৃত ঘর্ম,
আনন্দে দিন    বাজবে বীণ
        নিরুপন ধর্মাধর্ম।

বিল্ডিং সুরম্য    বাস আজন্ম
           কার্যাকার্যে সুষম,
প্রকৃত কাজ      গড়ে সমাজ
           বস্তুনিষ্ঠ সারমর্ম।

তোমাতে আস্থা     হৃদয় বার্তা
           হবে মুক্ত স্বাধীনতা,
পরোপকার           বারংবার
        পূণ্যেই বাড়ে হৃদ্যতা।

কাজই কর্           চিরভাস্বর
        জগতে রবে অমর,
কর্মে সুখ্যাতি         মনুষ্যে প্রীতি
         পরার্থেই পুরস্কার।
       তাং- ২৬/১২/২৩ ইং
     চুকনগর ডুমুরিয়া, খুলনা।