কনকনে ঠান্ডা
-----------------------------
----------শিব পদ রায়
শুরু প্রচন্ড কনকনে ঠান্ডা
হাড়কাঁপানো শীত,
তাপমাত্রা বেরসিক নামছে
যেন অভিসম্পাত।
অভ্যাগত শৈত্যের প্রখরতা
দীনজনে দুর্ভোগ,
ত্বকের শুষ্কতার আধিখ্যেতা
করুণ অভিযোগ।
লেপ কাঁথার মহাসমারোহ
দেহ উপরিভাগে,
শৈত্য নিবারণে মিলিত হই
সকলে একযোগে।
তাই শীত নিবারিব অনলে
কত যে চমৎকার,
সবই যেন বরফের মতো
হয়গো একাকার।
নাতিশীতোষ্ণ অতীব উত্তম
সবারই পছন্দ,
সবকাজে স্বাচ্ছন্দ্য বোধ করে
কেবলই আনন্দ।
তাং- ১৫/১২/২৪ ইং