কলিযুগের পরিচয়
--------------------------
--------শিব পদ রায়
কলিযুগে দুষ্ট চক্রের উদ্ভব বেশি,
যারা নিয়ত মানুষের প্রতি আক্রোশী।
গুরু জনদের করে না মান্য নিতান্ত,
দুর্যোধন প্রীতিতে অভিসিক্ত দুর্দান্ত।
ধরা করে না সরাজ্ঞান চলে অকর্ম,
ভালো মানুষের করে দুর্নাম কুকর্ম।
আশু মনে হয় সে রাজাধিরাজ যুব,
তা দ্বারা সামাজিক কাজে হয় না শুভ।
দৌরাত্ব ও আসুরিক কাজ অল্প দিন,
মাঙ্গলিক ক্রিয়াকর্মে হয় না সুদিন।
একদিন আসবে পথে তাতো দূরে নয়,
কুপথ ছেড়ে সুপথে পাবে পরিচয়।
তাং- ০২/০১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।