কালবৈশাখী
-----------------------------------
---------শিব পদ রায়
বৈশাখ মাসে হয় কালবৈশাখী ঝড়,
গাছপালা ঘরগুলো করে নড়বড়।
মানুষের দুর্ভোগের সীমা নাহি থাকে,
মানুষ পশুপাখি সবে পড়ে বিপাকে।
কত জনের জীবন যায় অনায়াসে,
ঝড়ের তান্ডব ঘটায় সব নিমেষে।
লাভ ক্ষতি হিসাব নিকাশ পরিশেষে,
কারো পৌষ মাস কারো সর্বনাশ শেষে।
জলে প্লাবিত হয় ক্ষয়ক্ষতি ব্যাপক,
অভাব কষ্টে কাটে জীবন মারাত্বক।
বৈশাখের ঐ রুদ্র ঝড়ে এলোপাতাড়ি,
ভেঙে চুরমার হয়ে যায় ঘরবাড়ি।
অশনি সংকেত দেখা দেয় চারদিকে,
খাদ্যোভাব অহরহ বাকে বাকে।
মনে কোন শান্তি থাকে নাতো পরষ্পরে,
তান্ডবে লণ্ডভণ্ড প্রকান্ড বারেবারে।
তাং-১৮/০৪/২৫ ইং