কাজের লোক
-----------------------------------
--------শিব পদ রায়
কাজের লোক কেবল কাজ করে চলে,
বিরাম বিশ্রাম বোঝে নাতো কোন কালে।
অভাবের মধ্যে পরিশ্রম অবারিত,
অনাটনে কর্মে নিযুক্ত অবধারিত।

কার্য অফুরন্ত নাইতো কথা বলার,
পরিপাটি কর্মদক্ষতা আছে শেখার।
মনিবের বিশ্বাস যোগ্যতা সর্বক্ষণ,
ছাড়তে চায় না কভূ করে আলিঙ্গন।

পিপীলিকা বসে নেই করে আহরণ,
খাবারের খোঁজে তাই সদা সারাক্ষণ।
সময় কারোর জন্য করে না অপেক্ষা,
নিরন্তর করে কাজ করবে না ভিক্ষা।

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বলে,
বসে বসে চিন্তা করে কাজে নাহি চলে।
অভাব জুড়ে থাকে স্বভাব নষ্ট হয়,
কর্মে তাই শান্তি আনে দু:খ দূরে ধায়।

        তাং-০৫/০২/২৫ ইং