কাহিনী
--------------------------------
-------শিব পদ রায়
এক পলকে একটু করে দেখাদেখি,
আরো বেশি হলে তবে চলে চোখাচোখি।
মনে কোণে স্বপনে কেবল ছবি আঁকি,
কত কাহিনী হয়ে যায় কালের স্বাক্ষী।

দুটি মনের অভ্যন্তরে শত আলাপন,
অন্তর রাজ্যে গড়ে তোলে মহামিলন।
রাস্তার দুধারে যত কিছু তারা শোনে,
মায়ামন্ত্র ধ্বনি চলে মনে সংগোপনে।

প্রেমাকর্ষন বিরহ বেদনা সব জড়িয়ে,
চলে কথার অসংখ্য বাণী মন ভরিয়ে।
তোলে প্রেম নিবেদনে অনন্ত আবেগ,
দুটি মনের স্বর্গীয় অনুভূতি ভাবাবেগ।

বিশ্বস্ত আত্মীয় সনে রমণী গেলে,
তার আচার আচরণ যাবে বদলে।
এমন কত না কাহিনী জীবনে আসে,
জেনে  ভুল করে নর দুর্বিষহ বিষে।

তাই হিসাব নিকাশ করে চলো সবে,
সকলকে বিশ্বাস করো নাকো ভবে।
সঠিক সময়ে সঠিক ভাবনা নিবে,
ভেবে করলে কাজ বিপদ নাহি হবে।

    তাং-০৩/১২/২৪ ইং