জয়ে আনন্দ
-----------------
-------শিব পদ রায়
বিজয়ী দলই পায় ভীষণ আনন্দ,
পক্ষান্তরে পরাজয়ে থাকে নিরানন্দ।
শ্রম,মেধা মননশীলতায় অর্জিত,
জয়ের সাধ আস্বাদনে হই মোহিত।
সফল বিফল নিয়ে সবে দেখে স্বপ্ন,
লক্ষে পৌঁছাতেই করবে নাতো কার্পণ্য।
মনোবল আর সাহস রেখে  সামনে,
বদলা নেবে যেতে সঠিক অবস্থানে।
মনে করো পণ বিজয় ছিনিয়ে নিতে,
লড়াই করে প্রাণপণে সে সুধা পেতে।
যারা অকৃতকার্য  তাদের পাশে থেকে,
সহমর্মিতার হাত প্রসারিবে সেদিকে।
          
           চুকনগর,ডুমুরিয়া, খুলনা।