জয় বাবা ভোলানাথ
--------------------------------------
-------শিব পদ রায়
জয় বাবা ভোলানাথ নিবেদন অতি,
আমি বড়ই অসহায় তোমার প্রতি।
তুমি এত করুণার বুঝিনিতো আগে,
ভক্তের কৃপা করো শুনি সম্মুখ ভাগে।
বিল্বপত্র প্রদানে তাই অতীব তুষ্ট,
অল্পতে খুশি তুমি থাকো সদা সন্তুষ্ট।
দেবাদিদেব মহাদেব ঐ ভোলে বাবা।
আবার বলে সংহারকর্তা সর্বেসর্বা।
ভক্তবাঞ্চা পূর্ণ করো দাও ভক্তি প্রীতি,
অনাথের নাথ প্রভূ অগতির গতি।
চৈত্রের প্রতি সোমবার তব মাথায়,
ভক্তি ভরে সব ভক্ত দুগ্ধ জল দেয়।
তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর,
জয় শিব শংকর জয় পরমেশ্বর।
সৃষ্টি করেছো তবু মহাপ্রলয়ংকারী,
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভয়ংকরী।
তাং-২৬/০৩/২৫