জীবকল্যানে এসো
-----------------------------------
-------শিব পদ রায়
যদি কিছু করবে জনকল্যানে এসো,
সবার মনে পড়বে উপকারে বসো।
প্রচুর আনন্দ যদি জীবসেবা করো,
বৃদ্ধ অসহায় মানুষের পাশে ঘোরো।

পাখিদের ভালবাসো খাদ্য জল দাও,
আশ্রিতের আশ্রয় দিয়ে প্রেমে ডুবাও।
সুখ পেলে ভুলিও না ঈশ্বর সান্নিধ্য,
যিনি তব আগলে রাখেন যথাসাধ্য।

মন রাখো দানের মন্ত্রে সদা প্রস্তুত,
শান্তি পাবে আরো বেশি মনের জগত।
মনের কালো ঘুচাতে হলে বাসো ভাল,
আশির্বাদ পেতে জ্বালবে মনের আলো।

সুকর্মে জড়িও মন কুকর্ম নাশিয়া,
সবাইতো হবে আপন ভালবাসিয়া।
উদার হবে সুবচনে মানুষ স্মরবে,
জীবে প্রেম ভাসাও তরী ঘাটে ভিড়বে।

     তাং- ৩১/০৭/২৪ ইং