জীবনের শেষ নির্বাচন
------------------------------------
--------শিব পদ রায়
মোর জীবনের সর্বশেষ নির্বাচন,
কেউ করবে নাতো এমন আহবান।
চাকরিটা করেছে সুমহান মর্যাদায়,
চলে জীবন প্রবাহ একই ধারায়।

জীবদ্দশায় করবো না আর দায়িত্ব,
ভোটের মাঠে রইল না আর দৌরাত্ব।
পড়বে না মোর পদচিহ্ন এই বাটে,
দুরত্বই তৈরি হবে ধীরে ধীরে বটে।

শিক্ষক সনে কাটিয়েছি ভোটে দায়িত্বে,
অবসরেই আগাচ্ছি সম্মুখ আবর্তে।
আনন্দেতে কেটে গেল প্রতিটা অধ্যায়,
সুখে দু:খে সবার সঙ্গে হলো সমন্বয়।

চাকরিচ্যুত হবেন যারা ওগো বন্ধু,
সহযোগিতা করেন যেন দীনবন্ধু।
সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে চলে যেতে চাই ,
বাকি জীবন সুস্থ থাকি প্রাপ্যটি পাই।
        তাং- ১৫/০৫/২৪ ইং
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।