জীবন জীবিকা
----------------
-------শিব পদ রায়
বাল্যজীবন ছিল অত্যন্ত মধুময়,
চলেছে পাঠ্যচর্চা অনায়াসে সঞ্চয়।
বারুইকাটি প্রাথমিকে পড়াশোনায়,            সহপাঠীদের সাথে বিদ্যার্জিত হয়।
আলো বাতাস মুক্ত হাওয়া নিরালায়,
প্রতিযোগিতায় লেখাপড়া শুরু হয়।
একে অন্যের মোরা সুখ দু:খের সাথী,
মনে পড়ে আজও সেই আল্পনা স্মৃতি।
কত সুন্দর কাটিয়েছি অতীত দিনে,
হাইস্কুলে সময় পেয়েছি জ্ঞানার্জনে।                       কলেজে পড়া বিচিত্র জীবন গঠন,
চাকরি সম্ভাবনার দ্বার উন্মোচন।
ভালো করে জীবন শুরু করেছি বটে,
পেলাম কার্যক্রম প্রাইমারির তটে।                      এখন জীবিকা নির্বাহ শিক্ষকতায়,
বাকিটা পিরিয়ড কাটুক সুখময়।
        
        চুকনগর, ডুমুরিয়া, খুলনা।