জীবন
---------------------------------
---------শিব পদ রায়
নিজেকে বিলিয়ে দাও পরার্থে,
নিজস্ব কাজে নয়,
অপরের সন্তুষ্টির বিধানে
সদা ছুটতে হয়।

নিজেরে না করি প্রকাশ
নিত্য আপন কাজে,
দেহমন সব বিকিয়ে দেই
এ মনে নাহি লাজে।

মহান ব্যক্তি অপরের সুখে
সদা থাকেন সুখী,
স্বীয় সন্তুষ্টি কথা ভাবেন না
জগৎ আপনমুখী।

পরের মঙ্গলের জন্য হবে
সর্বদা আগুসার,
তারমত সুখ কোথাও নেই
জীবন দিও সবার।