ঝোপঝাড়
----------------------
--------শিব পদ রায়
বাড়ির পাশে ঝোপঝাড়                                    
          কেটেই করো পরিস্কার,
আবর্জনায় অভ্যন্তর
           বিপদাতঙ্ক নিরন্তর।

অপরকে উদ্বুদ্ধ করো
            সচেতনে বাঁচতে পারো,
বাড়ি পাড়ায় তুলে ধরো
            পরিচ্ছন্নতে সুস্থ আরো।

পরিবেশটা পরিস্কার
            মন থাকে মুক্ত সবার,
সর্বকার্য হয় সুন্দর
            পড়ালেখায় চমৎকার।

স্লোগানে হই মুখরিত
             পরিপাটিই বিদ্যাঙ্গন,
ঝোপ ঝাড় মূলোৎপাটন
              হোক স্কুলে পাঠোন্নয়ন।
         তাং- ১৩/১২/২৩ ইং
     চুকনগর, ডুমুরিয়া, খুলনা।