ঝড় এলে
-----------------------------
-------শিব পদ রায়
ঝড় এলেই ভীষণ ক্ষতি
কথা মিথ্যা নয়তো,
বাস্তবেতে দেখতে পাইগো
প্রকৃতিরই সৃষ্ট।
ঝড় এলে মনের ভেতর
তীব্র চিন্তা ভাবনা,
মরণটা হাতের মুঠোয়.
যে কোন দূর্ঘটনা।
সুন্দরবনের চেহারাটা
হয়যে দুর্বিসহ,
বাঘ হরিণ ও গাছপালা
তছনছ নির্বাহ।
দুর্গতির শেষ থাকে না
একি ঝড়ের কান্ড,
সারাক্ষণ ভয়াল বাতাস
বৃষ্টি ঝরে প্রচন্ড।
তাং- ৩০/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।