যত মত তত পথ
------------------------------------
--------শিব পদ রায়
যত মত তত পথ কথা সূত্র ধরে,
রামকৃষ্ণ পরমহংস উক্তি প্রচারে।
জানান সবারে বিভিন্ন ঘাট পুকুরে,
বহু জনগোষ্ঠীর সুবিধা ব্যবহারে।
তেমনি প্রার্থনার বিভিন্ন মত হলে,
আরাধনায় পৌঁছাতে পারো লক্ষ্যস্থলে।
তবে মনের সংকীর্ণতার উর্ধ্বে থেকে,
আলিঙ্গন করো সবে পরস্পর বুকে।
ঈশ্বরের সান্নিধ্য লাভে অভীষ্ট লক্ষ্যে,
ভিন্ন ভিন্ন ভাবাবেগ নিয়ে যাবে মোক্ষে।
বিচিত্র অভিজ্ঞতা ধর্মীয় ভাব গাম্ভীর্যে,
দর্শন একই ঈশ্বরে সাত্ত্বিক কার্য্যে।
বিবাদ নয় মহাসমন্বয় সাদরে,
মত পথ নির্বিশেষে একই কাতারে।
সনাতন চিরস্থায়ী নিত্য চিরন্তন,
সবার সাথে তৈরি হোক দৃঢ় বন্ধন।
তাং-০১/০৩/২৫ ইং