জাতীয় শিশু দিবস
------------------------------
----------শিব পদ রায়
জাতির জনক বঙ্গবন্ধু,
তিনি দেশের সবার বন্ধু।
টুঙ্গিপাড়ায় জন্ম যাহার,
উনিশশ বিশে মার্চ সতের।
শিশুদের ভালো বাসতেন,
মন দিয়ে যত্ন করতেন।
সর্বভাবে সাহায্য করেন,
তাদের ব্যথা সদা বুঝেন।
তাইতো তিনি দেশপ্রেমিক,
তাঁর মন ছিল আবেগিক।
যিনি হলেন জাতির পিতা,
সবার প্রতি ছিল হৃদ্যতা।
জীবনে কেউ ভুলবে না,
তার মতো নেতা মিলবে না।
তথাপি তিনি বিশ্বের নেতা,
বাংলাদেশের মুক্তিবিধাতা।
যুগে যুগে তাঁকে বুকে ধরি,
আদর্শ অনুসরণ করি।
শিশুদের প্রতি আছে প্রীতি,
সদা মনে রবে তব স্মৃতি।
তাং- ১৭/০৩/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।