জনজীবন
-------------------------------
-------শিব পদ রায়
মানুষের জীবন ধারণ
বড়ই দুর্বিসহ,
অতিকষ্টেই দিনাতিপাত
কষ্টে অন্ন সংগ্রহ।

ফুটপাতে কাটছে জীবন
কত যে অনাহারী,
ক্ষিদের জ্বালায় কষ্টে ভোগে
কেবলি আহাজারি।

জিনিস পত্র অগাধ দাম
সংকুলাবে কেমনে,
দিনান্তে পান্তা ফুরিয়ে যায়
আছে শুধু যাতনে।

শ্রম না দিলে জোটে না অন্ন
নাইতো রোজগার,
তার পরে ভীষণ গরম
সবই একাকার।

জীবদ্দশায় কতদিন যে
চলবে এই খেলা,
ঈশ্বর যেন ভালো রাখেন
খেয়ে বাঁচে দুবেলা।

       তাং- ০৩/০৬/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।