জন্মাষ্টমী
----------------------------------
-------শিব পদ রায়
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন,
আমরা গৌরবে দিনটি করি পালন।
এইদিনে শোভাযাত্রায় সামিল হয়,
শ্রীকৃষ্ণের প্রীতি বিধান পাওয়া যায়।
ধরায় তিনি আবির্ভূত দুষ্ট দমনে,
সাধুদের পরিত্রাণ সংগত কারণে।
ধর্ম সংস্থাপন পরমেশ্বরের লক্ষ্য,
কলির জীব উদ্ধারিতে লভে মোক্ষ।
মনপ্রাণ ঢেলে যদি তাঁরে ডাকা যায়,
ভক্তের প্রবালা ভক্তিতে মুক্তি মিলায়।
একপা এগিয়ে গেলে দশ পা আসেন,
ডাকার মত ডাকে গোবিন্দ সাড়া দেন।
ধ্যান জ্ঞান স্তুতি ভগবানে সমর্পন,
যিনি দিলেন আহার তাঁরি নিবেদন।
অষ্টোত্তর শতনাম প্রত্যহ পঠন,
অনায়াসে পাবে রাধাকৃষ্ণের চরণ।
তাং- ২৬/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।